ADVERTISEMENT

Ganesh Chaturthi 2018: মুম্বাই ও মুম্বাইয়ের বাইরে থাকা মানুষের জন্য 10 টা টিপস

মহারাষ্ট্রের মানুষ দশ দিন ধরে মহা ধুমধামে গণেশ চতুর্থী পালন করে।

উত্তর ভারতের দিপাবলী আর দক্ষিণ ভারতে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী এলেই মহারাষ্ট্রে হইচই শুরু হয়ে যায়। আর সবচেয়ে খুশির বিষয় হল, মাত্র একদিন নয়- দশ দিন ধরে চলে এই উৎসব। গণেশ চতুর্থী শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়- আপনি মুম্বাই গেলে বুঝবেন এই সময় সকলের জীবনের মূল উদ্দেশ্য থাকে গণেশ চতুর্থী উদযাপন। গণেশ দেবতার জন্মদিন উপলক্ষে ভারতের হিন্দু ধর্মাবলম্বী মানুষ গণেশ চতুর্থী পালন করে। বাংলা ক্যালেন্ডারের ভাদ্র মাসে এই উৎসব দশ দিন ধরে পালিত হয়। উৎসবের দশম দিনের নাম অনন্ত চতুর্দশী। এই বছর গণেশ চতুর্থী পালিত হবে আগামীকাল 13ই সেপ্টেম্বর 2018।

Ganesh Chaturthi 2018:  দশ দিন ধরে মহা ধুমধামে চলে এই উৎসব

গণেশ চতুর্থী উৎসব সম্পর্কে 10 টা তথ্য যা আপনার জেনে রাখা উচিত:

1. গণেশ দেবতাকে মহারাষ্ট্রের প্রায় প্রতিটা বাড়িতেই বাপ্পা বলে সম্বোধন করা হয়।

2. সেখানে গণেশ দেবতাকে কোনও সমতল স্থানে আবার কখনও বা সিংহাসনে স্থাপন করা হয়।

3. নতুন পোশাকে সাজিয়ে প্রচুর যত্নআত্তি করা হয়।

4. তাঁকে বিশুদ্ধ জল, দুধ ও মধু খাওয়ানো হয়।

5. পুজো উপলক্ষে মানুষ আত্মীয় ও বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ জানান।

6. বাড়িতে যতদিন মূর্তি থাকে দিনে দুইবার করে পুজো করা হয়।

7. অনেকেই 2, 5, 7 বা 10 দিন গণেশকে বাড়িতে রাখেন।

8. শেষ দিনে উত্তরপুজোর মাধ্যমে গণেশ দেবতাকে বিদায় জানানো হয় এবং তারপর সমুদ্র, নদী, লেক বা জলের বালতির মধ্যেও মূর্তি বিসর্জন দেওয়া হয়।

9. বিসর্জনের দিন মুম্বাই শহর জুড়ে প্রবল ব্যস্ততা দেখা।

10. পোয়াই লেক এবং জুহু বীচ হল মুম্বাইয়ের বিখ্যাত বিসর্জনস্থল।  

গণেশকে মহারাষ্ট্রের মানুষ বাড়ির অতিথির মতো আপ্যায়ন করে। বিসর্জনের সময় মানুষের চোখে জল দেখাও অদ্ভুত কিছু নয়।                         

অন্যান্য উৎসবের মতোই গণেশেরও বিভিন্ন ধরণের মূর্তি দেখা যায়। অনেক বড় বড় প্যান্ডেলে শহর সেজে ওঠে। তবে উৎসবের ট্র্যাডিশন কিন্তু একই থেকে গেছে। গণেশ চতুর্থীর উৎসবে আপনিও সামিল হোন।

শুভ গণেশ চতুর্থী2018!