NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

দীর্ঘায়ু হতে চান? জীবনসঙ্গীকে ভালো রাখলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন বলছে গবেষণা

সাইকোলোজিকাল সায়েন্স পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ অনুযায়ী, যাদের জীবনসঙ্গী খুব সক্রিয় জীবনযাত্রায় থাকেন, নানা কাজে ব্যস্ত থাকেন, বহুমুখী কাজে অংশ নেন সেই মানুষের নিজেরও তাঁর জীবনযাত্রায় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

দীর্ঘায়ু হতে চান? জীবনসঙ্গীকে ভালো রাখলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন বলছে গবেষণা

অনেকদিন বাঁচতে চাইলে জীবনসঙ্গীকে খুশি রাখুন

শরীর ভালো তো সব ভালো! দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য লাভের জন্য অসুখ বিসুখ থেকে দূরে থাকা যে কতখানি গুরুত্বপূর্ণ তা সকলেরই জানা। শুধু শরীরের ভালো থাকা নয়, মনের ভালো থাকাটাও ততখানিই গুরুত্বপূর্ণ। কিন্তু একটি গবেষণায় দেখা গিয়েছে, স্রেফ নিজের ভালো থাকা দিয়েই দীর্ঘায়ু হতে পারবেন না আপনি। দীর্ঘকাল বাঁচতে হলে আর সুস্থ থাকতে গেলে নিজের পাশাপাশি নিজের জীবনসঙ্গীকেও সুখী থাকতে হবে। নেদারল্যান্ডের টিলবার্গ ইউনিভার্সিটি গবেষক ওলগা স্টাভারোভা বলেন, “এই গবেষণায় আমরা মূলত দেখাতে চেয়েছি, কোনও ব্যক্তির স্বাস্থ্যের উপর তার আশপাশের সামাজিক পরিবেশের প্রভাবকে ঠিক কেমন।" 

এই গরমে বাড়ি ঠাণ্ডা রাখতে কোন কোন গাছ লাগাবেন দেখে নিন

সাইকোলোজিকাল সায়েন্স পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ অনুযায়ী, যাদের জীবনসঙ্গী খুব সক্রিয় জীবনযাত্রায় থাকেন, নানা কাজে ব্যস্ত থাকেন, বহুমুখী কাজে অংশ নেন সেই মানুষের নিজেরও তাঁর জীবনযাত্রায় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। স্টাভারোভা বলেন যে, ঠিক একই রকমভাবে যদি আপনার জীবনসঙ্গী অবসাদগ্রস্ত হন, বা বাড়িতে সন্ধ্যায় টিভির সামনে বসে বসে কেবল চিপস খেতে পছন্দ করেন তবে আপনার জীবনেও কিছু করার ইচ্ছা, ভালো থাকা সবই শেষ হয়ে যাবে।

স্টাভারোভা আমেরিকার প্রায় ৪৪০০ জন দম্পতিকে নিয়ে এই গবেষণা চালিয়েছেন। এই দম্পতিদের বয়স ৫০ বছরের বেশি। পরিসংখ্যান সংগ্রহ শুরু করার আট বছর পর প্রায় ১৬ শতাংশ অংশগ্রহণকারীরাই মারা যান। গবেষণায় দেখা গিয়েছে যে, যাঁরা মারা গেছেন তারা জীবিত থাকা অংশগ্রহণকারীদের তুলনায় বয়স্ক, কম শিক্ষিত, কম ধনী, শারীরিকভাবে কম সক্রিয় এবং স্বাস্থ্যবান ছিলেন না। 

Mother's Day 2019: মাতৃদিবসে; মায়েদের জন্য কিনুন গ্রীষ্মকালীন আরামদায়ক কুর্তি

Comments

এখানেই শেষ নয়, তারা জীবিত অংশগ্রহণকারীদের তুলনায় সম্পর্ক এবং জীবন নিয়েও কম সন্তুষ্ট ছিলেন। নিজেদের জীবনসঙ্গী এবং জীবন বিষয়েও খুবই অবসাদে ভুগতেন তাঁরা। এই গবেষণায় আরও জানা গেছে যে, যেসব মানুষদের জীবনসঙ্গী জীবন নিয়ে মধ্যে সন্তুষ্ট ছিলেন বা যারা অলস বসে থাকার থেকে সবসময়েই সৃজনশীল বা গঠনমূলক কাজে ব্যস্ত থাকতেন সেই মানুষদের মৃত্যুর ঝুঁকি তুলনামূলক কম ছিল।স্টাইল সংক্রান্ত সাম্প্রতিক টিপস, সৌন্দর্য, স্বাস্থ্য, ভ্রমণ আর সম্পর্কের বিষয় জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

ADVERTISEMENT