বিয়েবাড়ি হোক বা অফিস ফেরত কোনও পার্টি। সেজেগুজে যেতে যতখানি আনন্দ বা এনার্জি থাকে ফিরে এসে সেই মেকআপ তুলতে ততখানিই অলস লাগে। কিন্তু মেকআপ না পরিষ্কার করেই ঘুমিয়ে পড়লে ত্বকের নানা ধরণের সমস্যা দেখা যায় যেমন, ব্রণ, তৈলাক্তভাব, র্যাশ। তাই উপযুক্ত মেকআপ রিমুভার দিয়ে আপনার ত্বকের মেকআপ মুছে ফেলুন। এর জন্য অবশ্যই একটি ভালো মেকআপ রিমুভার প্রয়োজন।
বসন্ত এসে গেছে? ফুলে ফুলে সেজে উঠুন এই সাতটি ফ্লোরাল টপে
আমরা আপনার জন্য পাঁচটি এমন মেকআপ রিমুভারের তালিকা তৈরি করেছি যা ত্বক ভিতর থেকে পরিষ্কার করে এবং ত্বক নরম রাখে:
1. ডার্মাফিক মাইসেলার ওয়াটার মেকআপ ক্লিনজার
এই জলীয় ক্লিনজার মেকআপ সহজেই মুছে ফেলতে পারে। এটি ত্বক সম্পূর্ণরূপে পরিষ্কার করে এবং তেল ও নোংরা মুছে ফেলে। আপনি ১৫০ গ্রামের প্যাক ৩৫৯ টাকায় কিনতে পারেন। কিনতে হলে ক্লিক করুন এখানে।
2. কামা আয়ুর্বেদ প্রাকৃতিক মেকআপ রিমুভার
ত্বকের নানা দাগ বা ব্রণর জন্য এই মেকআপ রিমুভার বিশেষ উপযোগী। প্রাকৃতিক উপাদানে তৈরি এই রিমুভার স্বাভাবিকভাবেই ত্বক পরিষ্কার করে সহজেই। ১৫০ গ্রামের প্যাকের দাম ১১৯৫ টাকা। কিনতে হলে এখানে ক্লিক করুন।
এই গ্রীষ্মে সমস্ত অনুষ্ঠানে সাজুন হ্যান্ডলুমের দুর্দান্ত শাড়িতে
3. ফেসেস হাইড্রা মেকআপ রিমুভার
এই হাইড্রা মেকআপ রিমুভার ত্বক কার্যকরীভাবে পরিষ্কার এবং ময়েশ্চারাইজ করে। এর জলীয় ভাব অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। আপনি এর ১০০ গ্রামের প্যাক ৪৪৯ টাকায় কিনতে পারেন এখানে।
4. কায়া স্কিন ক্লিনিক হাইড্রা ক্লিনসে মেকআপ রিমুভার
এই মেকআপ রিমুভার ত্বক, ঠোঁট এবং চোখের মেকআপ তুলতে খুবই কার্যকরী। এটি চামড়ার আর্দ্রতা এবং প্রাকৃতিক পিএইচ মাত্রা বজায় রাখে। শসা এবং হেজেলনাট দিয়ে প্রস্তুত এই রিমুভার ত্বককে তাড়াতাড়ি নরম করে তোলে। আপনি এর ১০০ গ্রামের প্যাক ২০৯ টাকায় কিনতে পারেন। কিনতে হলে এখানে ক্লিক করুন।
5. ডট অ্যান্ড কী মেকআপ ক্লিনজিং বাম
এই বিশেষভাবে প্রস্তুত মেকআপ ক্লিনার ধীরে ধীরে মেকআপ মুছে ফেলে। এতে ত্বকের পুষ্টি বৃদ্ধির জন্য এবং ত্বকের জলের পরিমাণ বজায় রাখার জন্য নারকেল, বাদাম, ম্যাকাডামিয়া এবং আর্গন অয়েল থাকে। থাকে লেবুর নির্যাসও। ১০০ গ্রামের প্যাক ৭০৮ টাকায় কিনতে এখানে ক্লিক করুন।
Comments
স্টাইল সংক্রান্ত সাম্প্রতিক টিপস, সৌন্দর্য, স্বাস্থ্য, ভ্রমণ আর সম্পর্কের বিষয় জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube