NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

Rakshabandhan 2019: বোনের মুখে হাসি ফোটাতে তুলে দিন এই অনন্য ৮ উপহার

Swirlster পিকস টিম সেই সমস্ত বিষয় নিয়েই লেখে যা আমাদের মনে হয় আপনার পছন্দের। এখানে Swirlster এর নির্দিষ্ট পার্টনারশিপ রয়েছে। ফলত, আপনার কেনাকাটার ফলে আমাদের রেভিনিউ সংযোজিত হয়।

Rakshabandhan 2019: বোনের জন্য মনভোলানো উপহার

সারাবছর যত ঝগড়া হোক ভাই-বোনের মধ্যে, ভাইফোঁটা আর রাখী (Rakshabandhan) এলে সব ভুলে হাসিমুখে একে অপরকে কাছে টেনে নেয়। ভালোমন্দ খাবার, মিষ্টিমুখ তো আছেই। উপহার দেওয়া-নেওয়ার ঝুলিও শূন্য থাকে না। আগামী কাল রাখীর দিনে বোন যখন রাখী পরাবে হাতে তখন তাঁর মুখে হাসি ফোটাতে আপনি কী উপহার তুলে দেবেন ( beauty hamper), ভেবেছেন কিছু? বোন যদি নিজের যত্ন নিতে ভালোবাসে তাহলে সেই শখ আরও উস্কে দিতে NDTV বাংলা আগাম তেমন কিছু উপহারের হদিশ দিচ্ছে আপনাকে। দেখুন তো এই উপহারের তালিকায় আপনার পছন্দসই কিছু আছে কিনা------- 

Amazon Freedom Sale 2019: ৫০% কম দামে বেছে নিন এই ৯ স্কিনকেয়ার প্রোডাক্ট

দ্য ল'অসিটেন -এর লিমিটেড এডিশন ভার্বানা সেট তুলে দিন বোনের হাতে। হ্যাম্পারে রয়েছে সুগন্ধি, শাওয়ার জেল, হ্যান্ড ক্রিম, সাবান আর বডি লোশন।

দ্য বডি শপ-এর গোলাপি আঙুরের নির্যাসে সমৃদ্ধ শাওয়ার জেল, হ্যান্ড ক্রিম আর বডি বাটার দিন বোনকে। যাতে আরও সুন্দরী হয়ে উঠতে পারে সে।

(0 ratings & 25 reviews)
3,009
4,000
(24% OFF)
Buy on Amazon

দ্য ব্রায়ান & ক্যান্ডি নিউ ইয়র্ক স্পা কালেকশনে আছে ব্ল্যাক কারেন্ট আর ফ্রেঞ্চ ভ্যানিলা বডি ক্রিম, শ্যাম্পু আর বডি ক্লিনসার। যখন বোন ব্যবহার করবে এই হ্যাম্পার হাসিমুখে মনে করবে আপনাকে।

দ্য জাস্ট হার্বস রাধীবন্ধন গিফট বক্সে আছে ৬ রকমের প্রোডাক্ট যা ভেষজ গুণে সমৃদ্ধ। যেমন, সাপটা জল আয়ুর্বেদিক মিসেলার ওয়াটার, সিল্কস্প্যালশ নিম-অরেঞ্জ ফেশওয়াশ, কেরালা কোকনাট বেদিং বার, অ্যান্টি ট্যান রোজ ফেসপ্যাক, সিয়া বাটার লিপবাম, মালাবার লেমনগ্রাস বডি ওয়াশ।

দ্য ডে বেল্লে ক্যাম্পেন চিয়ার গিফট সেটে রয়েছে ৬ রঙের নেলপলিশ। দেবেন নাকি বোনকে এমন সুন্দর উপহার?

দ্য নায়সা উডেন গিফট সেটে রয়েছে কাঠের কন্টেনারে জবাফুলের নির্যাসে তৈরি শ্যাম্পু, কন্ডিশনার, মরোক্কার গোলাপের নির্যাসে তৈরি শাওয়ার জেল আর বডি লোশন। সঙ্গে তিন রকমের হ্যান্ড সোপ।

(13 ratings & 17 reviews)

দ্য পিওর সেন্স উপহারের বাক্সে রয়েছে ত্বক ভালো রাখার জন্য বিশেষ ধরনের সাবান। ভার্জিন কোকোনাট অয়েল, ছাগলের দুধ, বাদাম আর সি-সল্ট দিয়ে তৈরি।

দ্য কাম আয়ুর্বেদ এসেনশিয়াল স্কিন কেয়ার রুটিনে রয়েছে আয়ুর্বেদিক নাইট ক্রিম, গোলাপ জল আর গোলাপ-জুঁইয়ের নির্যাসে সমৃদ্ধ ফেস ক্লিনার।

আরও উপহারের খোঁজে ক্লিক করুন এখানে।.

Comments

এই উপহার সারা বছর খুশি রাখবে বোনকেস্টাইল সংক্রান্ত সাম্প্রতিক টিপস, সৌন্দর্য, স্বাস্থ্য, ভ্রমণ আর সম্পর্কের বিষয় জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

ADVERTISEMENT