NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ভরা শীতেও আপনি তারকা, গায়ে যদি থাকে জ্যাকেট মালাইকার!

Swirlster পিকস টিম সেই সমস্ত বিষয় নিয়েই লেখে যা আমাদের মনে হয় আপনার পছন্দের। এখানে Swirlster এর নির্দিষ্ট পার্টনারশিপ রয়েছে। ফলত, আপনার কেনাকাটার ফলে আমাদের রেভিনিউ সংযোজিত হয়।

ভরা শীতেও আপনি তারকা, গায়ে যদি থাকে জ্যাকেট মালাইকার!

শীতের পোশাকেও ফ্যাশানিস্ত

হেমন্তের শিরশিরে বাতাস বলছে কী বলছে? শীত কড়া নাড়ছে? বেলা ইতিমধ্যেই ছোট হয়ে গেছে। হেমন্তের শিশির ধোয়া সকাল কুয়াশার হালকা চাদর মোড়া। ধর্মীয় উৎসব মিটলেও ফেস্টিভ সিজন কিন্তু দোরগোড়ায়। আর শীতের উৎসব মানেই খানাপিনা, পার্টি-সার্টি, হল্লা-গুল্লা। শীতপোশাকে তাই ফ্যাশনিস্তা হতে চাইলে বাছতে হবে এমন জ্যাকেট বা সোয়েটার যা করিনা কাপুর বা মালাইকা অরোরার মতো তারকাদের গায়ে দেখা যায়। আর অনলাইনে এই ধরনের পোশাকের ছড়াছড়ি পকেটসই দামে। শীতের ওয়্যারড্রোব গোছাতে এখনই চোখ রাখুন সেদিকে---

করিনাকেই সেদিন এয়ারপোর্টে দেখা গেছে মারাত্মক স্টাইলিশ হালকা জ্যাকেটে, ডেনিম টাইটসে। ছেলে তৈমুরের গায়ে ছিল 'I Love Mom' লেখা সোয়েট শার্ট। করিনার পায়ে হাই বুটস। চোখ ঝলসানো এই সাজ মানানসই আপনার জন্যেও।

উৎসবে-অনুষ্ঠানে দীপিকার মেকআপ গুণে আপনিও ঝলমলে!

a63n2e1o

মা-ছেলের স্টাইল

কেমন জ্যাকেট বাছবেন?

আবহাওয়া বদলাচ্ছে। তার জন্য এখন হালকা জ্যাকেটই যথেষ্ট। সেক্ষেত্রে ক্রপ জ্যাকেট হয়ে উঠতেই পারে ফ্যাশন সেগমেন্ট। প্যান্ট হোক বা থ্রি-কোয়ার্টার কিংবা ট্র্যাক স্যুট, ক্রপ টপ সবার সঙ্গে মানানসই।

6i4mjhgo

ক্রপ জ্যাকেটে সুন্দরী মালাইকা অরোরা 

ক্রপ জ্যাকেটে দেখনদারি

শীত অবশ্যই নরম-মোলায়েম কার্ডিগানের। কড়া শীতে টার্টল নেকের কার্ডিগান আজও ফ্যাশনের শেষ কথা। যেমন ক্যাটরিনা কাইফ পরেছেন। এর সঙ্গে ট্রাউজার, লং স্কার্ট, প্যান্ট, জিনস--- সব চলেবল।

Bracelets: ঘরে-বাইরে যখনতখন সোনার হাতে সোনার কাঁকন

spf450og

কার্ডিগানে কুল ক্যাটরিনা কাইফ

টার্টল নেক কার্ডিগানের কেতা

এছাড়া, ওভারসাইজড সোয়েটার তো আছেই। উজ্জ্বল একরঙা বা রামধনু রঙের এই সোয়েটার ম্যআচিং বা মিক্স অ্যান ম্যাচ করে পরে নিন। ঠাণ্ডা আপনাকে দেখে উষ্ণ হবে। যেমনটি সেজেছেন কৃতি খারবান্দা। হলুদ ওভারসাইজড সোয়েটার আর শর্ট স্কার্টে যেন জ্বলছে তাঁর রূপ।

শ্যামলে শ্যামল আর...Neon-এ পুরো অন

m588vi9

হলদে ওভারসাইজড সোয়েটারে সূর্যমুখী কৃতি

আমাজনে ক্লিক করলেই পাবেন এই ধরনের আরও শীত পোশাক।

Comments

আরও কিনতে ক্লিক করুন এখানে.স্টাইল সংক্রান্ত সাম্প্রতিক টিপস, সৌন্দর্য, স্বাস্থ্য, ভ্রমণ আর সম্পর্কের বিষয় জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

ADVERTISEMENT