NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

সত্যি করে বলুন তো, দিব্যা খোসলা কুমার পরিবারের ইউরোপ ট্রিপের ছবি দেখে আপনার হিংসা হচ্ছে কি না?

দিব্যা খোসলা কুমার এবং তাঁর পরিবার ইউরোপে দারুণ আনন্দে ছুটি কাটাচ্ছে

সত্যি করে বলুন তো, দিব্যা খোসলা কুমার পরিবারের ইউরোপ ট্রিপের ছবি দেখে আপনার হিংসা হচ্ছে কি না?

ইটালিতে স্বামীর সঙ্গে দিব্যা খোসলা কুমার

দুনিয়ায় আমাদের অংশটা যখন গরমে আর ঘামে নাজেহাল, ইউরোপের মানুষ সেই সময় দুর্দান্ত একটা গরমকাল উপভোগ করছে। সেখানে আবহাওয়া ঘোরার জন্য, শপিং-এর জন্য, খাওয়ার জন্য আর প্রকৃতিকে উপভোগ করার জন্য আদর্শ, কেবলমাত্র আপনারও যদি দিব্যা খোসলা এবং তাঁর পরিবারের মতো সৌভাগ্য হয় তবেই। পরিচালক-প্রযোজক দিব্যা খোসলা, তাঁর প্রযোজক স্বামী ভূষণ কুমার এবং ছেলে রুহানের সঙ্গে ইউরোপে ছুটি কাটাচ্ছেন। তাঁদের বেড়ানোর ছবিগুলো দেখে আমার মতো আপনারও হিংসা হবে।  
সুইস আবহাওয়ায় মনোরম পরিবেশে একটা বাড়ির সামনে দিব্যার এই ছবি অত্যন্ত সুন্দর। জায়গাটা কোনও সিনেমার সেট হিসাবে ব্যবহার করার উপযোগী।  

 

আমরা যখন গরমে রোদে কষ্ট পাচ্ছি, এই পরিবার গরমের মাঝেই ঠাণ্ডায় আনন্দ করছে। একটা এক্সট্রা কপি ফটো ফ্রেমের জন্য প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
 

 

ইটালির মানারোলাতে দিব্যার তোলা এই ছবিটাও অসাধারণ।
 

 

দুর্দান্ত মিলান ক্যাথিড্রালকে পিছনে রেখে এই দম্পতির ইটালির সৌন্দর্য উপভগের ছবিটাও খুবই সুন্দর।
 

 

পরিবারের সকলের একসঙ্গে ছবি না থাকলে এটা ফ্যামিলি হলিডে মনে হবে না। আর তার পাশাপাশি ছুটিতে দিব্যার ফ্যাশন সঙ্গী লুইস ভুইটোন বুটের ছবিও দেখুন।  
 

 

তাস্কানির পার্বত্য অঞ্চলে দিব্যার সবচেয়ে সুন্দর ছবিটা দিয়ে শেষ করছি।
 

সব শেষে এবার আমাদের বলুন এই ছবিগুলো দেখে কি আপনাদেরও এখনই টিকিট বুক করে ইউরোপ পাড়ি দিতে ইচ্ছে করছে না?
 


Comments

স্টাইল সংক্রান্ত সাম্প্রতিক টিপস, সৌন্দর্য, স্বাস্থ্য, ভ্রমণ আর সম্পর্কের বিষয় জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

ADVERTISEMENT