NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

লিটল ব্ল্যাক ড্রেস পরুন দিশা পাটানির মতো ক্যাজুয়ালি

Swirlster পিকস টিম সেই সমস্ত বিষয় নিয়েই লেখে যা আমাদের মনে হয় আপনার পছন্দের। এখানে Swirlster এর নির্দিষ্ট পার্টনারশিপ রয়েছে। ফলত, আপনার কেনাকাটার ফলে আমাদের রেভিনিউ সংযোজিত হয়।

লিটল ব্ল্যাক ড্রেস পরুন দিশা পাটানির মতো ক্যাজুয়ালি

এলবিডি-তে দিশা পাটানি

আপনি হয়তো ভাবতেন লিটল ব্ল্যাক ড্রেস পার্টি বা প্রিমিয়ারের জন্য। কিন্তু এনবিডি আদতে অনেক বেশি ভার্সেটাইল। কারণ এটা ক্যাজুয়ালি পরা যায়। বিশ্বাস হচ্ছে না। দেখুন দিশা পাটানিকে।

hgup0nh

দিশা পাটানি

এক বিকেলে বেড়াতে যাওয়ার জন্য তিনি সামান্য অ্যাকসেসারিজ-এর সঙ্গে এলবিডি পরেন। আপনিও এমনটাই পরতে চাইলে দেখুন কী ভাবে সাজবেন।

1. পিক দ্য রাইট ড্রেস

সাধারণ অনুষ্ঠানের জন্য ভেলভেট বা বডিকন দরকার নেই। বরং একটু সিল্যুয়েট ক্যাজুয়াল পোশাক বাছুন। সুইর্লস্টার বলছে, ফেমেল্লা লেয়ার্ডন ব্ল্যাক ড্রেস পরুন। এতে লেয়া ও হল্টার নেকলাইন রয়েছে। দাম— ৩৯৯ থেকে ১৩৯০। কিনতে হলে এখানে দেখুন here.

jlia7htg

ফেমেল্লার ড্রেস

 

হরপা শিফ্ট ব্ল্যাক ড্রেস যেটা শিয়ার শিথ স্টাইলে পাওয়া যায় সেটাও দেখতে পারেন। দাম— ৮৯৯ থেকে ১৭৯৯। কিনতে হলে এখানে দেখুন here.

ltnai9to

হরপার ড্রেস

 

2. টোন ডাউন ব্লিং

এটা কোনও বিয়েবাড়ি ধরনের অনুষ্ঠান নয়। তাই অল্প গয়না পরুন। সুইর্লস্টার বলছে,  ত্রিভূজ আকৃতির পেনডান্টের সঙ্গে ফোয়ারা ট্রায়াঙ্গুলার শর্ট নেকলেস ট্রাই করুন। দাম— ২৭৫ থেকে ৫২০। কিনতে হলে এখানে দেখুন here.

bb3co5b

ফোয়ারার নেকলেস

 

শাইনিং জুয়েল ইনফিনিটি ডিজাইনের পেনড্যান্টও দেখতে পারেন। দাম— ২৭৫ থেকে ৬৯৯। কিনতে হলে এখানে দেখুন here.

3fibl65o
শাইনিং জুয়েলের নেকলেস

 

3. স্কিপ হিলস

দিশা স্টিলেটোর বদলে সোনালি রঙের ফ্ল্যাট চটি পরেছেন। এটা শুধু আরামদায়কই নয়, পোশাকের সঙ্গে মানানসইও। সুইর্লস্টার বলছে, এর দাম—১২০০ থেকে ২৯৯৯। কিনতে হলে এখানে দেখুন here.

drjf3498

আই কল ইট স্প্রিং এর ফ্ল্যাট

নারী দিবসে দাপট দেখাতে আসছে 'মুখার্জি দার বউ'

কার্টলন লন্ডন রোজ গোল্ডের মিস সিএল ফ্ল্যাট চটি পায়ে দিন। দাম—৬২৮ থেকে ১৩৯৯। কিনতে হলে এখানে দেখুন here.

vo8077go

মিস সিএল-এর ফ্ল্যাট

 

4. ব্যাগ ইট

ফাইনালি ইভনিং ক্লাচের বদলে ফান স্লিং ব্যাগ বেছে নিন। এতে আপনার ক্যাজুয়াল লুক আর একটু স্টাইলিশ দেখাবে। সুইর্লস্টার বলছে, গোল্ডেন চেনের লিনো পেরো স্লিং ব্যাগ খুব ভালো মানাবে। দাম—১৬৯৫। কিনতে হলে এখানে দেখুন here.

kp05flp8

লিনো পেরসের ব্যাগ

 

অ্যালেন সোলি ক্যজুয়াল স্লিং ব্যাগের দাম— ১১৯৯ থেকে ১৯৯৯। কিনতে হলে এখানে দেখুন here.

50f1avvg

অ্যালেন সোলির ব্যাগ

দ্য হ্যাকার সিনেমার ট্রেলার ও মিউজিক প্রকাশ

আপনিও দিশার মতো লিটল ব্ল্যাক ড্রেস পরবেন তো?

বিনোদনের আরও খবর দেখুন এখানে

Comments

 স্টাইল সংক্রান্ত সাম্প্রতিক টিপস, সৌন্দর্য, স্বাস্থ্য, ভ্রমণ আর সম্পর্কের বিষয় জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

ADVERTISEMENT