NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

এক লুকে একঘেয়ে! নাকে দুলুক নোলক

Swirlster পিকস টিম সেই সমস্ত বিষয় নিয়েই লেখে যা আমাদের মনে হয় আপনার পছন্দের। এখানে Swirlster এর নির্দিষ্ট পার্টনারশিপ রয়েছে। ফলত, আপনার কেনাকাটার ফলে আমাদের রেভিনিউ সংযোজিত হয়।

লজ্জাবতী না হয়েই নাকে দুলুক নোলক

নাকের গ্ল্যামার বাড়াতে চান? লজ্জবতী কনে বউয়ের মতো? তার নাকে এককালে নোলক দুলত। প্রাচীন আমলে নাকে গয়নার চল ছিল ভীষণ। সবাই জানেন, ফ্যাশন ফিরে ফিরে আসে। বহু যুগের ওপার থেকে নথ (nath), নোলক, নাকচাবি হাল আমল আবার কাঁপাচ্ছে। নাকের গড়ন যেমনই হোক, গয়না পড়লেই যেন রূপ ফেরে তার। শুধু বিয়েবাড়ি বা ফ্যাশন রাম্পে নয়, নিত্যদিনেও নাকের সজ্জা নানা স্টাইলের Nose Pins। সোনা, রুপো, মুক্তো বা হিরে খচিত নাকের গয়নার বিশাল সম্ভার অনলাইনেও। কিনতে চাইলে দেখতে পারেন---

জাহ্নবী যেন শ্বেত পরি, সাজে গরমকে আগাম স্বাগত

রকমারি নাকের গয়নার সম্ভার

১. মহারাষ্ট্রীয় নথ পরে নাকের গ্ল্যামার বাড়ান0qe34ogo

সোনায় মোড়া ময়ূরের নকশা আর সাদা মোতির বাহার, লুক বদলাতে যথেষ্ট। 

২. ১৯ লাইকস নন-পিয়ার্সড নোজ পিন

56orb9q

রোজ গোল্ড মেটালে তৈরি নোলক। সঙ্গে হিরের দ্যুতি ছড়ানো পাথর। নাকে ফুটো না থাকলেও চলবে। নোলক দুলবে স্বচ্ছন্দে।

৩. সিলভার ডিউ ৯২৫ সিলভার নোজ পিন 

mgsbj5ko

ঝকঝকে পাথরে ধবধবে সাদা এই গয়না পাশ্চাত্য পোশাকেও মানানসই।

4. পিকক নোজ পিনস

4h7jusng

বনময়ূরী ছড়াক পাখা নাকের কোলে। মিনে কাজের এই নথ বিয়েবাড়িতে নয়নলোভা।

৫. অনুরাধা আর্ট সিলভার অক্সিডাইজড নোজ পিন 


r0uo497g

ছিমছাম সাজ পছন্দ যাঁদের তাঁদের জন্য এই নাকচাবি। শাড়ি, স্কার্ট, সালোয়ার, প্যান্ট---সবেতেই মানানসই।

৬. মাইজেভর কিউবিক জারকোনিয়া নোজ পিনস

40f9u7hg

নাকে সোনা আর হিরের সহবাসে তৈরি গয়না পড়তে বেছে নিন জারকন বসানো এই নথ।  

৭. মীনাজ ফলস নোজ পিন 

77matkd8

সাদা, লাল মোতি দিয়ে গড়া এই নথ পড়তে নাকে ফুঁটো করার দরকার পড়ে না। শাড়ির সঙ্গে দারুণ লাগে এই নথ। 

৮. অ্যাকসেসর গোল্ডেন কপার নোজ পিন 

r2ga57b

একটি বাক্সে চার রকমের নাকচাবি। ঘুরিয়ে ফিরিয়ে ইচ্ছেমতো পরুন।

৯. ডিমা কিউবিক জারকোনিয়া নোজ পিন

5hgnq048

হিরের জ্বলুক নাকের পাতায়। বাড়াক নাকের শোভা। শাড়ি, সালোয়ার সবেতেই এই নথ মনোলোভা।

আরও কিনতে ক্লিক করুন এখানে.

Commentsস্টাইল সংক্রান্ত সাম্প্রতিক টিপস, সৌন্দর্য, স্বাস্থ্য, ভ্রমণ আর সম্পর্কের বিষয় জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

ADVERTISEMENT